পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মোবাইল টয়লেটের উদ্বোধন।

0
131

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের পুলিশ লাইনে মোটর ট্রান্সপোর্ট সেকশনে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মোবাইল টয়লেটের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন,অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।বিশেষ করে মহিলা পুলিশদের ডিউটি করার সময় অনেক সময় সমস্যায় পড়তে হয় টয়লেটের জন্য তারই জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মোবাইল টয়লেটের শুভ উদ্বোধন করা হলো। বিশেষ করে আমাদের মহিলা সহকর্মীরা অনেক সময় বিশেষ ডিউটিতে থাকেন সেখানে তাদের বাথরুমের জন্য সমস্যায় পড়তে হয়। তারই জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের এই উদ্যোগ। আমরা চেয়েছিলাম আন্তর্জাতিক নারী দিবসের এটা উদ্বোধন করতে কিন্তু হোলির দুদিনের ছুটির জন্য আজ একটি উদ্বোধন করা হলো। যেখানে মহিলাদের বিশেষ ডিউটি পড়বে সেখানে এই মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে। বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় বলেন, বিশেষ করে মহিলাদের জন্য এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই। আমি আমাদের জেলার পুলিশ সুপার কামনাশীষ মহাশয় কে ধন্যবাদ জানাবো এই উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা হয়তো আগের সংখ্যায় কম ছিলাম কিন্তু এখন প্রচুর পরিমাণে মহিলা পুলিশ কর্মী আছেন এই বর্ধমানে। বিভিন্ন সময় ডিউটি করতে গিয়ে আমাদের এই বাথরুমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই এসপি স্যার যেটা করেছেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here