৩৪ বছরেও একবিন্দু হয়নি বিদ্যালয়ের উন্নয়ন।

0
272

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্যের শিক্ষার উন্নয়নের কথা বিভিন্ন ক্ষেত্রে বারবার তুলে ধরছে রাজ্য সরকার। কিন্তু শিক্ষার উন্নয়নের কথা বললেও এক অন্য চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। বর্ধমান শহরের ছ নম্বর ওয়ার্ডে রয়েছে মুন্সি প্রেমচাঁদ হিন্দি হাই স্কুল। এই বিদ্যালয় অবস্থা এতটাই সংকীর্ণ দেখলে মনে হবে না শিক্ষার উন্নয়ন সত্যিই আমাদের রাজ্যে হয়েছে। ১৯৯০ সাল থেকে চলছে এই মুন্সির প্রেমচাঁদ হিন্দি হাই স্কুল কিন্তু স্কুলের উন্নয়ন হয়নি বললেই চলে। সেই একই রকম টিনের ছাউনি দেওয়া ঘর রয়েছে এখনো। শিক্ষার নামে কোটি কোটি টাকা খরচা করলেও তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি বর্ধমান শহরের ছ নম্বর ওয়ার্ডের মুন্সি প্রেমচাঁদ হিন্দি উচ্চ বিদ্যালয়ে। যেখানে বিদ্যার্থীরা ক্লাস করেন সেই ক্লাস ঘরে অবস্থা খুবই সংকীর্ণ,নেই পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা। তাহলে কিছু বলা চলে শুধুই খাতায়-কলমে শিক্ষার উন্নয়ন হচ্ছে আদতে তার কোন বহিঃপ্রকাশ নেই। মুন্সি প্রেমচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামাধর মিশ্রা বলেন, প্রায় ৩৪ বছর ধরে এই স্কুল চলছে বর্ধমান শহরের ছয় নম্বর ওয়ার্ডে। প্রথমের দিকে টালির ছাউনি দেওয়া ছিল প্রায় ভগ্ন প্রায় অবস্থা হয়ে পড়েছিল সেই টালির ছাউনি বিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবক এবং পুরনো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতায় এই এডবেস্টার ছাউনি দেয়া হয়েছে। সরকারের তরফ থেকে আমাদের কোন রকম সহযোগিতা করা হয়নি। অভিভাবকদের সহযোগিতা নিয়ে আমরা ধীরে ধীরে তৈরি করছি শিক্ষার্থীদের জন্য শৌচালয়। আমরা চাইছি রাজ্য সরকার আমাদের বিদ্যালয়ে র উন্নয়নের উপর পর্যাপ্ত পরিমাণ নজর দিক। আমাদের দক্ষিণের বিধায়ক খোকন দাস এর কাছে আমাদের অনুরোধ তিনি আমাদের সহযোগিতা করুন যাতে আমরা স্কুলটা চালাতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here