নদিয়ার নবদ্বীপে ৭৬৬ বছরের পুরনো রক্ষাকালী মাতা পূজো।

0
377

নবদ্বীপ, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী রক্ষাকালী মাতা পূজো হলো রেলওয়েশন রিক্রেয়েশন ফুটবল ময়দানের সন্নিকটে। ৭৬৬ বছরের বেশি পুরাতন এই পুজো দেখবার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতন। নির্দিষ্ট প্রথা মেনেই চলছে দেবীর আরাধনা। এই দিন সকাল থেকেই পুণ্যার্থীরা দেবীকে পুজো দিতে এসেছেন। এদিন সকালে রক্ষাকালী মাতা কে ভক্তরা কাঁধে করে নিয়ে আসেন তাঁর উন্মুক্ত বেদীতে। সারারাত ব্যাপী চলবে দেবীর আরাধনা। এই রক্ষা কালী পুজোয় মা কে ভোগ অর্পণ করা হয়। এবং গভীর রাতেই আবার দেবীকে নিরঞ্জন করা হবে। এই রক্ষাকালী পূজায় মা কে ছাগ বলি দেওয়া হবে। এবং মায়ের ভোগে তারাপীঠের নিয়মের অনুকরণে অন্যান্য অন্ন ভোগ এর সঙ্গে সোল মাছ পোড়াও দেওয়া হচ্ছে। এই পুজোর সম্পাদক জলু মাঝি বলেন, এই পুজোর বয়স ৭৬৬ বছর। সর্বপ্রথম আদি পশ্চিমবাহী মরি গঙ্গার তীরে অবস্থিত আদি মহাশ্মশানে ভৃগুরাম পন্ডিত পূজিত পঞ্চমুন্ডি আসনে পূজিত হয় এই পুজো। আজ পুজোর দিন সন্ধ্যায় মায়ের সামনে ছাগ বলি দেওয়া হবে। প্রতিবছর মাঘ মাস এবং এই চৈত্র মাসে অমাবস্যা তিথিতে এই পুজো হয়ে থাকে। এবছর এই রক্ষা কালী মাতার পুজো দেখার জন্য শহরের দূর দুরান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছে।পুজোর এক সপ্তাহ আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় ঠাকুরের ফল-ফুল আনা ও অন্যান্য কাজে ক্লাবের সমস্ত সদস্যরা ব্যস্ত হয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here