সদাইপুর থানার পক্ষ থেকে ঈদ উপলক্ষে সমন্বয় সভা।

0
167

সদাইপুর, সেখ ওলি মহম্মদ:- আর দু’দিন পরই খুশির উৎসব ঈদ উল ফিতর। তাই আসন্ন ঈদ উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার পক্ষ থেকে এলাকার মানুষদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয় বক্রেশ্বর সোনাঝুরি অনুষ্ঠান ভবনে। সিউড়ি সদর সিআই কিশোর সিনহা চৌধুরী এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া এলাকার মানুষদের জানান, ঈদ হচ্ছে খুশির দিন। আর এই দিনে বাড়ীর ছোট বাচ্চাদের অর্থাৎ যাঁরা ১৮ বছরের নীচে বয়স এবং যাঁদের লাইসেন্স নেই তাঁদের মোটর বাইক দেবেন না।

পাশাপাশি যাঁরা প্রাপ্ত বয়স্ক তাঁরা যেন হেলমেট নিয়ে গাড়ী চালান। তাছাড়াও কোনো রকম গুজবে কান দেবেন না এবং শান্তি সম্প্রীতি বজায় রাখবেন এটাই অনুরোধ করেন। এদিন সিউড়ি সদর সিআই ও সদাইপুর থানার ওসি ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রত্নাকর মণ্ডল, মৌলানা ইজাজুল হক সহ বিভিন্ন মসজিদের ইমাম ও বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here