মালদার হবিবপুর ব্লকের আইহো এলাকায় সহ অন্যান্য প্রান্তে প্রান্তে পালিত হল খুশির ঈদ।

0
124

নিজস্ব সংবাদদাতা, মালদা:—টানা একমাস রোজা করার পরে আজ মুসলিম সম্প্রদায়ের খুশির ঈদে।এই ঈদে মাতলো আট থেকে আশি পবিত্র রমজান মাস শেষে সারা দেশ জুড়ে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব ঈদ।ঈদ কে ঘিরে সারাদেশ উৎসবে মেতে উঠেছে বৃদ্ধ থেকে শুরু করে কচিকাঁচারা। ঈদের জামায়াতে শরিক হয়েছে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ,ও কচিকাঁচারা।এদিন সকাল বেলা নতুন জামা কাপড় পড়ে হবিপুর ব্লকের আইহো চাঁদপাড়া ও চৌধুরীপাড়া সহ বিভিন্ন এলাকার মুসলিম সম্প্রদায় মানুষ একটি ধর্মীয় র‍্যালির মাধ্যমে আইহো এলাকায় ঈদগাহে আসেন।সেখানে জামায়াত হয়ে নামাজ পাঠ করেন শেষে কোলাকুলি,ঈদ মোবারক ,সালাম বিনিময় করতে দেখা গেল।এই ঈদকে ঘিরে দেখা গিয়েছে হবিবপুর থানা পুলিশ প্রশাসনকে করা নজরদারি রাখতে দেখা গিয়েছে কোন অপ্রীতিকর ঘটনা না ঘাটে সেই দিকে নজর রেখে সকাল থেকে রাস্তাঘাটে করা নজরায় রয়েছে পুলিশের।হবিবপুর থানা আইসি সুবীর কর্মকার মুসলিম ধর্মের মুলবি সাহেব হাতে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট তুলে দেন পুলিশ প্রশাসনের তরফ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা জানানো হয়।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতির উৎসব।সেখান থেকে কবরস্থানে গিয়ে তাদের প্রিয়জনদের জন্য দোয়া ও প্রার্থনা করেন।সেইমত আজ মালদহের জেলার অন্যান্য জায়গার সাথে হবিবপুর ব্লকের আইহো এলাকায় সহ অন্যান্য প্রান্তে প্রান্তে পালিত হল ঈদ।ঈদ কে ঘিরে কচিকাঁচারা খুশিতে মেতে উঠেলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here