বালুরঘাটে উত্তমাশা পল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে অকাল চড়ক।

0
561

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চৈত্র মাসের পর দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের শোরুম বৈশাখী চড়ক।যা অকাল চড়ক বলে পরিচিত। শুরু হয়ে গেছে এই অকাল চড়কের চড়কের তড়জোড়। উদ্যোক্তারা জানান এই চরক দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটে প্রথম শুরু হচ্ছে উত্তম আশা পল্লীতে। চৈত্র মাসে যে চড়ক অনুষ্ঠিত হয় অনুরূপ একই চড় খুঁজছি তো হাওড়া হবে বলে জানা ন।যা অকাল চড়ক বলে বিখ্যাত। এই চরম সাধারণত অনেক জায়গাতেই হয়ে থাকে তারই অনুকরণে বালুরঘাটে উত্তমাশা পল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে। মেলায় থাকছে রকমারি দোকানপাট ও চরকের শিব ফুটানো। সেই সাথে ঘুরবে চরম গাছ। চৈত্র মাসের চড়কের যা যা নিয়ম অনুরূপ সেই আদলেই হবে ঘুরবে অকাল চৈত্রের গাছ। ফুটবে বড়শিও। এই চরকাছ উৎসব সাধারণত অকাল চড়ক বলে দক্ষিন দিনাজপুর জেলা বালুরঘাট শহরে।

শুভম দে উদ্যোক্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here