মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থ্যাকে ভেংগে ফেলার জন্য যা যা করার দরকার তাই করছেন : সুকান্ত মজুমদার।

0
232

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থ্যাকে ভেংগে ফেলার জন্য যা যা করার দরকার তাই করছেন। আজ বালুরঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তিন বছরে ডাক্তার বানানোর নির্দেশের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। পাশাপাশি এ প্রসংগে তার আরো দাবি বিগত কয়েক বছরে রাজ্যে ডাক্তারের নিয়োগ বন্ধ। কেননা এখানে কেউ আসতে চাইছে না।এলেই মুঝ্যমন্ত্রীর দাসত্ব করতে হবে।তাই কেউ সম্মান হারানোর ভয়ে কাজ করতে রাজি নয়।তবে সুকান্ত বাবু একটু অন্যভাবে মুখ্যমন্ত্রীর ডাক্তার বানানোর কৌশলকে ব্যাংগ করে বলেন উনার ( মুখ্যমন্ত্রীর) যা প্রতিভা উনি তিন দিনেও ডাক্তার বানাতে পারেন। সুকান্ত বাবুর অভিযোগ এই পদ্ধতির মধ্যমে রাজ্যে ফের একটা দুর্নীতি ও চুরি করার চেষ্টা হবে। কেননা যেখানে কোন ক্যারিকুলাম নেই, নেই কোন ইনফ্রাস্ট্রাকচার। কাদের নিয়ে বিশেষ অজ্ঞ টিম করা হলো তাও রাজ্যবাসি জানে না। তার দাবি সরকারি ব্যবস্থ্যাপনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থ্যা ভেংগে ফেলা সারা দেশে নজির হয়ে থাকবে বলে আজ সুকান্ত মজুমদার দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here