বিভিন্ন বঞ্চনার অভিযোগ উঠে এলো নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত সরদারপাড়া এলাকা থেকে।

0
273

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। বিগত পঞ্চায়েত নির্বাচনে নির্ভাবনায় ভোট দিলেও বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত একটি আদিবাসী অধ্যুষিত এলাকা। দীর্ঘদিন ধরে যেমন পানীয় জলের সংকট, তেমনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকেও বঞ্চিত ওই পরিবার গুলি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হওয়ায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন আদিবাসী অধ্যুষিত এলাকার প্রবীণ মানুষরা। এমনই এক চিত্র সহ অভিযোগ উঠে এলো নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত সরদারপাড়া এলাকা থেকে। বেশ কয়েকটি পরিবার মাথায় ছাদ না থাকার কারণে বসবাস করছেন টালির চালে। ঝড় বৃষ্টির দিন চলে আসাতে চালে পলিথিন টাঙিয়ে কোনরকম রাত্রি বাস করেন তারা। অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্যকে জানিও কপালে জোটে না একটি পলিথিন। এ তো গেল দৈনন্দিন এর কথা, ওই এলাকার বেশ কয়েকটি পরিবারে পানীয় জলের কল বসানো হলেও এখনো বিকল অবস্থায় পড়ে রয়েছে কলগুলি। কারণ পানীয় জল সরবরাহ হয়নি, তাই অন্যত্র থেকে পানীয় জল এনে তাদের চলতে হয়। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট দেব না বলেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে আদিবাসী প্রবীণ মানুষেরা। যদিও পঞ্চায়েত সদস্যকে এ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, সিপিএমের জামানাই ওই এলাকায় কোনদিনই উন্নয়ন হয়নি, কিন্তু রাজ্যের শাসক দল যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকে সারা রাজ্যের পাশাপাশি উন্নয়নের জোয়ার শুরু হয়েছে হরিপুর পঞ্চায়েতেও। আমি পঞ্চায়েত সদস্য হওয়ার পর থেকেই পৌরসভা এলাকা থেকেও বেশি উন্নয়ন করেছি আমার এলাকায়। সবাইকে তো একসাথে সুবিধা দেওয়া সম্ভব নয় তাই যে এলাকায় গুলি এখনো পর্যন্ত উন্নয়ন হয়নি সেগুলি দ্রুত কাজ শুরু হবে। জানা যায়, হরিপুর পঞ্চায়েতে মোট ২৬ টি সংসদ রয়েছে তবে এখনো বেশ কয়েকটি এলাকায় রয়েছে ইটের রাস্তা। পঞ্চায়েত প্রধান শোভা সরকার বলেন, আমি পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকে যতটুকু মানুষের সেবায় কাজ করা উচিত ততটাই করেছি। তবে সরকারিভাবে আরও যদি আর্থিক সহায়তা পেতাম তাহলে আরো উন্নয়ন করতে পারতাম এই পঞ্চায়েতে। স্থানীয় বিজেপি নেতৃত্বর দাবি, বিগত পাঁচ বছরে পঞ্চায়েতে কোন উন্নয়নী হয়নি, শুধুই হয়েছে দুর্নীতি, পঞ্চায়েতের মানুষ শুধু মুখিয়ে রয়েছে, এর জবাব আগামী পঞ্চায়েত নির্বাচনে দেবে। মানুষ যদি সঠিক রায় দিতে পারে বিজেপি প্রত্যেকটা বুথ থেকে বিপুল ভোটে জয়লাভ করবে। এই পঞ্চায়েত থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here