এবার দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়া এবং জলঘর অঞ্চলে ছাগল খাসি এইসব প্রাণীর মারন রোগ  লেগেছে বলে জানা গেছে।

0
2472

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার ছাগল এর চামড়ায় অসুখ দেখে কপালে ভাজ পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় কামারপাড়া এলাকায়। জানা গেছে বেশ কয়েক মাস ধরেই কেন দিনাজপুর জেলায় জলঘর এবং অমৃত খন্ড অঞ্চলের কামারপাড়া তে বেশ কয়েকটি গ্রামে ছাগলের মোড়ক দেখা দিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় কৃষি ভিত্তিক জেলা হিসেবে পরিচিত পাশাপাশি গ্রাম গঞ্জের বাসিন্দারা মেষ পালন মুরগি পালন এবং গরু মহিষ পালন করেন। বড় গবাদি পশু গুলির মাঝেমধ্যে খুরাই রোগ আক্রান্ত হয়ে অনেক গরু মহিষ মারা যেতে দেখা যায় গ্রামগঞ্জে। এবার দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়া এবং জলঘর অঞ্চলে ছাগল খাসি এইসব প্রাণীর মারন রোগ  লেগেছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ গ্রামকে গ্রাম ছাগল মারা যাচ্ছে পক্সের কারনে। সময় মতন ভ্যাকসিন না পাবার কারণে তাদের গবাদি পশুগুলি এই ভাবে মারা যাচ্ছে গ্রামবাসীদের আরো অভিযোগ এই মরণ রোগ থামাতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি । গ্রামের বেশিরভাগ লোকই চাষাবাদ ও পশু পালনের উপরে জীবিকা করে থাকে। এই সমস্ত রোগের ভ্যাকসিন বা ওষুধপত্র সাধারণ মানুষের পক্ষে কেনা অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। তাই তারা আবেদন করেছে সরকার যদি তাদের পাশে এসে ওষুধপত্র এবং ভ্যাকসিন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যদিও এই বিষয়ে স্থানীয় অঞ্চলে পশু চিকিৎসক তিনি জানান এটি কোন মারাত্মক রোগ নয়। সময় মতন এর চিকিৎসা হয়ে থাকলে ছাগলের মৃত্যু রোধ করা যেতে পারে। এছাড়াও তিনি এও বলে এই ভাইরাস কোন নতুন ভাইরাস নয় এই সময় এই গোট পক্স নামে এই রোগটি হয়ে থাকে। এছাড়া তিনি আরো বলেন সরকার থেকে এর চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণই সঠিকভাবে পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here