রোগীর আত্মীয় কে মোবাইল ছুড়ে মারল চিকিৎসক, বিক্ষোভে উত্তাল হাসপাতাল চত্বর।

0
166

নিজস্ব সংবাদদাতা, মালদা:—রোগীর আত্মীয় কে মোবাইল ছুড়ে মারল চিকিৎসক, বিক্ষোভে উত্তাল হাসপাতাল চত্বর। নিজের এক আত্মীয় কে নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন এক ব্যক্তি। ডাক্তারকে রোগীর রিপোর্ট দেখিয়ে ওষুধ চাইতে গেলে রোগীর আত্মীয়র ওপর মারমুখী হয়ে ওঠেন ওই চিকিৎসক। অভিযোগ মোবাইল পর্যন্ত রোগীর মুখে ছুড়ে মারেন তিনি। আর এই ঘটনার প্রতিবাদে গতকাল গভীর রাতে হাসপাতাল চত্বরে বিক্ষোভের ঘটনা ঘটলো। রাতভর রোগী এবং তাদের আত্মীয়দের বিক্ষোভের জেরে উত্তেজনা ছাড়ালো হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদা অঞ্চলে। ঘটনার খবর এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী । গভীর রাত্রে ঘন্টা চারেক বিক্ষোভের পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মশালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রে ভালুকা অঞ্চলের লতাশি গ্রামের বাসিন্দা তাজিম উদ্দিন বলে এক ব্যক্তি তার আত্মীয়াকে নিয়ে এসেছিলেন ওই হাসপাতালে চিকিৎসা করাতে। এর জন্য তিনি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়েছিলেন চাচোল থেকে। তাজমদ্দিনের অভিযোগ সেই পরীক্ষা-নিরীক্ষা কাগজ সে সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আই ফারহানা ইয়াসমিনকে দেখাতে গেলে তিনি ওই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার মুখের উপর মোবাইল ছুড়ে মারেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালে উপস্থিত থাকা রোগীর আত্মীয় পরিবার-পরিজন এবং অন্যান্য লোকেরা। তারা ওই চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ছুটে যায় ভালুকা ফাঁড়ির পুলিশ কিন্তু বিক্ষোভ আরো উত্তাল হয়ে ওঠে।এরপরে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গভীর রাতেই ঘন্টাচারের বিক্ষোভ চলার পরে তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সকল পর্যন্ত এলাকা বিক্ষোভের জেরে থমথমে রয়েছে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here