বনদপ্তরের আভিযানে বাজেয়াপ্ত ভটভোটি বোঝাই পাকাসাশ ও সিধা।

0
173

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- গোপন সূত্রে খবরের অভিযান, বাজেয়াপ্ত ভটভোটি বোঝাই কাঠ। বনদপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জর রেঞ্জার রানা গুহোর নির্দেশে অভিযান চালায় মোবাইল রেঞ্জের বনকর্মিরা তাতেই মেলে সাফল্য বাজেয়াপ্ত হয় একটি ভটভোটি বোঝাই চেরাই করা পাকাসাশ এবং সিধা কাঠ। বুধবার সকালে কুমারগ্রাম ব্লকের তেলিপারা এলাকায় অভিযান চালায় বনকর্মিরা। দূর থেকে বনকর্মিদের লক্ষ্যকরে পালিয়েযায় ভটভোটির চালক। বাজেয়াপ্ত করা হয় ভটভোটি এবং আনুমানিক ৫০ cft কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মুল্য ৬০ হাজার টাকা। এই বিষয়ে রেঞ্জ অফিসার রানা গুহের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জঙ্গলের অবৈধ কাঠ গুলি মারাখাতা থেকে কোচবিহার জেলার তুফানগঞ্জের দিকে পাচার করা হচ্ছিল খবর পেয়ে অভিযান চালিয়ে কাঠ গুলি বাজেয়াপ্ত করা হয়। বন এবং বন্যপ্রান রক্ষায় বন দপ্তরের সজাগ দৃস্টি রয়েছে, এধরনের অভিযান লাগাতার চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here