বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্বোধন হলো হাইব্রিড সিসিউ,আই ব্যাঙ্ক, অর্থ ফিমেল পেডিয়াট্রিক ওয়ার্ড ও ই-প্রেসক্রিপশন।

0
127

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নতর চিকিৎসা ব্যবস্থার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উন্নততর চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। কারণ শুধু পূর্ব বর্ধমান জেলা নয় এই হাসপাতালের উপর নির্ভরশীল বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার একাংশের মানুষ। সেই মর্মেই বুধবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্বোধন করা হলো হাইব্রিড সিসিইউ, আই ব্যাংক,অর্থ ফিমেল পেডিয়াট্রিক ওয়ার্ড ও ই-প্রেসক্রিপশন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর কৌস্তুভ নায়েক,বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি ডক্টর তাপস ঘোষ সহ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আধিকারিক। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রযুক্তিগত আরো উন্নততর চিকিৎসার জন্য হাইব্রিড সিসিউ,আই ব্যাঙ্ক, অর্থ ফিমেল পেডিয়াট্রিক ওয়ার্ড ও ই-প্রেসক্রিপশন উদ্বোধন করা হলো। শুধু পূর্ব বর্ধমান জেলা নয় পাশাপাশি আরো জেলার মানুষেরাও এই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবার ওপর নির্ভরশীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here