১৫ই জুন থেকে দীঘা শংকরপুর সহ একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে সমুদ্র যাত্রা শুরু,রূপোলী শস্য ইলিশের সন্ধানে।

0
1314

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষা আসার প্রাক মুহূর্তে এক দিকে ব্যান পিরিয়ডও শেষ হতে চলেছে। মৎস্য জীবীরা ইলিশের সন্ধানে ১৫ই জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ট্রলার লঞ্চে করে বেরোচ্ছেন সমুদ্রে। লঞ্চ ট্রলারের কাজ সহ চলছে জাল সারাইয়ের কাজ। মৎস্য জীবীদের ১৫ ই জুন থেকে সমুদ্র যাত্রা শুরু রূপোলী শস্য ইলিশের সন্ধানে। বুধবার শেষ হচ্ছে ৬১ দিনের মাছ না ধরার সরকারি নিষেধাজ্ঞা। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী দীঘা,শংকরপুর, মান্দারমনি, পেটুয়াঘাট সহ উপকূলবর্তী মৎস্য বন্দর গুলোতে চলছে শেষ তুলির টান। মৎস্য জীবীরা জানালেন তারা দীর্ঘ দুমাস পর সমুদ্রে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।
মৎস্য জীবীদের বিভিন্ন নির্দেশিকা নিয়ে বিশেষ বার্তা দেন জেলা সহ-মৎস্য অধিকর্তা সামুদ্রিক জয়ন্ত কুমার প্রধান।

বৃষ্টির আগমনে ইলশে গুড়ির বৃষ্টির সাথে সাথে এবার রূপলি শস্য দেখা যায় কিনা আশায় বুক বাঁধছে মৎস্য জীবীরা। মৎস্য জীবীদের সঠিক নিয়ম-কানুন মেনে সমুদ্রে যাওয়ার বার্তা দেন দীঘা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্যামসুন্দর দাস। বিগত বছরের খরা কাটিয়ে এবার মৎস্য জীবীরা রূপলি শস্য ইলিশ পাওয়ার অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here