পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বেশ কিছু ক্যাপের বাক্স, চাঞ্চল্য এলাকায়।

0
120

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বেশ কিছু ক্যাপের বাক্স। যা ঘিরে চাঞ্চল্য এলাকায়। শুরু হয়েছে রাজনীতি তরজা। এদিন ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া কলোনি চিট ফার্মের সামনে একটি পরিত্যক্ত ঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিপুর থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ। তবে বিরোধীদের দাবি তাদের ভয় দেখানোর জন্য তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বোম বাধার কাজ করছিল। যদিও বিরোধীদের তোলা অভিযোগ নস্যাৎ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর মুখার্জি বলেন গতকাল শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে ঝান্ডার ডান্ডা তুলে ঠান্ডা করার নিদান দেন। তারই প্রস্তুতি হিসাবে বিজেপির পক্ষ থেকে শাসকদলকে ভয় দেখানোর জন্য তৈরি হচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেসের পাশে সাধারণ মানুষ রয়েছেন। মানুষেই রায় দেবেন ।