চাষীদের জলের পাম্প রাখার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0
549


নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে চাষীদের জলের পাম্প রাখার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালে চাষীদের নজরে পড়তেই মাথায় হাত চাষীদের। আজ ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটি শান্তিপুর রামনগর চর ভাগীরথী নদীর তীরের। ওই এলাকার চাষীদের অভিযোগ, গত তিন দিন আগে প্রায় শতাধিক চাষী মিলে তাদের জমিতে জল দেওয়ার জন্য যে পাম্প ব্যবহৃত হয় সেই পাম্প রাখার একটি ঘর তৈরি করেছিলেন। যার খরচ হয় প্রায়ই ১৫ হাজার টাকা। অভিযোগ গতকাল রাতে দুষ্কৃতীরা সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। যদিও ঘরের মধ্যে জলের পাম্প ছিল না, তাই অল্পের জন্য বড়সড়ো ক্ষতির মুখ থেকে রেহাই পায় চাচীরা। চাষীদের অভিযোগ, ওই এলাকার প্রায় শতাধিক চাষী বিঘা বিঘা জমিতে পাম্পের মাধ্যমে জল দিত, পাম্পটিকে সুরক্ষিত রাখার জন্যই তৈরি করেছিলেন ওই ঘরটি। তাহলে কি চক্রান্ত করেই দুষ্কৃতীরা এভাবে ঘরটিতে আগুন লাগিয়ে দেয়, নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোন রহস্য। যদিও আজ পুরো বিষয়টি শান্তিপুর থানায় জানায় চাষীরা। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর পরিস্থিতি খতিয়ে দেখে চাষীদের সাথে কথা বলে। তবে এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here