একই আসনের দুই নির্দল প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আহত এক নির্দল প্রার্থী তার স্ত্রী এবং এক কর্মী।

0
234

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  গ্রাম পঞ্চায়েতের একই আসনের দুই নির্দল প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ঘটনায় আহত এক নির্দল প্রার্থী তার স্ত্রী এবং এক কর্মী।
আক্রান্ত তিনজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার শ্যামপুর কলোনি এলাকায়। বৃহস্পতিবার এই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত নির্দল প্রার্থীর পক্ষ থেকে। জানা গেছে আক্রান্তরা হল মিল্কি গ্রাম পঞ্চায়েতের ২৩২ নম্বর আসনের নির্দল প্রার্থী মোহাম্মদ সাহিম খান, তার স্ত্রী মর্জিনা বিবি এবং শেখ আব্দুল সালেক। অভিযোগ উঠেছে একই আসনের আরেক নির্দল প্রার্থী মাইনুল ইসলাম এবং তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জানা যায় বুধবার রাত্রে আক্রান্ত নির্দল প্রার্থী মোহাম্মদ সাহিম খানের সমর্থনে প্রচার করছিল তার স্ত্রী এবং দলীয় কর্মী সমর্থকরা। অভিযোগ ঠিক সেই সময় মাইনুল ইসলাম এবং তার দলবল তাদের উপর হামলা করে। নির্দল প্রার্থীর স্ত্রী মর্জিনা বিবিকে মারধর করা হয়। তার পাশাপাশি শেখ আব্দুল সালেক নামে এক কর্মীকে চাকু মেরে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নির্দল প্রার্থী মোহাম্মদ সাহিম খানকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত তিনজনকেই রাত্রে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় বৃহস্পতিবার ইংলিশ বাজার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।