র‍্যাগিং বিরোধী মিছিল করলো কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র-ছাত্রী নার্স,ডাক্তার এবং স্টাফরা।

0
151

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  স্বপ্নদ্বীপের উপরে ঘটে যাওয়ার র‍্যাগিং এর তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল বের করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতাল।বুধবার ওই মিছিল কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বের হয়ে কোচবিহারের বিভিন্ন জায়গা পরিক্রমা করে তাদের এই মিছিল শেষ করেন।

এদিন এখানে উপস্থিত ছিলেন রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়,কোচবিহার এম জে এন হাসপাতাল এর এম এস ভি পি ডক্টর রাজিব প্রসাদ এর সাথে কোচবিহার এম জে এন হাসপাতালের ছাত্র-ছাত্রী নার্স,ডাক্তার এবং স্টাফরা।

এদিন মিছিল শেষে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, র‍্যাগিং একটি ঘৃণ্য বিষয়। কোথাও এধরণের ঘটনা কাম্য নয়।

এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদের কথায়,এটা র‍্যাগিং ফ্রি ক্যাম্পাস। এখানে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে না। তাঁদের অ্যান্টি র‍্যাগিং ক্যাম্পেনিং চলছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই মিছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here