ডেঙ্গি পরীক্ষা হবে এখন থেকে কোচবিহার পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রেই : রবীন্দ্রনাথ।

0
166

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  ৫ সেপ্টেম্বরঃ রাজ্য জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। যা নিয়ে চিন্তিত রাজ্য তথা বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। সেই চিন্তার মাঝে সুখবর দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ডেঙ্গুর পরীক্ষার জন্য হাসপাতাল বা মেডিকেল কলেজের উপর নির্ভর করতে হবে না কোচবিহার পৌরসভার বাসিন্দাদের। পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রেই ডেঙ্গির পরীক্ষা করা হবে। আজ ১২ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গি পরীক্ষার মেশিনের উদ্বোধন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার প্রণব গোস্বামী সহ পুরসভার আধিকারিকরাও।
জানা গেছে, গোটা জেলার পাশাপাশি কোচবিহার শহরেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে। শহরে এখনও পর্যন্ত প্রায় ১৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এতদিন শহরের বাসিন্দাদের সরকারিভাবে ডেঙ্গি পরীক্ষার জন্য এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর নির্ভর করতো হত। এখন থেকে সহজেই সুস্বাস্থ্য কেন্দ্রে সেই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়া জ্বর বা ডেঙ্গি সংক্রান্ত কোনও উপসর্গ দেখা গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here