এবার লাল মাটি জেলার মেধাবী মেয়ে ইন্দ্রাক্ষী একগুচ্ছ স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছে বিদেশে।

0
59

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার অতি প্রাচীন শহর সোনামুখী, সোনামুখী শহরের আনাচে কানাচে লুকিয়ে অনেক বহু ইতিহাস, এই ছোট্ট শহরের বছর 23 এর এক কন্যা ইন্দ্রাক্ষী মুখার্জি, ছোট থেকে অত্যন্ত মেধাবী, সোনামুখী গার্লস হাই স্কুলের মাধ্যমিক পাস তারপর বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এবং দুর্গাপুর গভমেন্ট কলেজ থেকে জিওলজির ওপর বিএসসি করার পর মাস্টার ডিগ্রী কমপ্লিট করে উড়িষ্যার আইটিআই ভুবনেশ্বর থেকে। এরপরেও থেমে থাকেনি ইন্দ্রাক্ষী মুখার্জী, ছোট থেকেই স্বপ্ন বিদেশ যেয়ে লেখাপড়া করে বড় হওয়া, অবশেষে তার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিং এ ছয় বার ইন্টারভিউ এবং একবার টোয়েফেল পরীক্ষা দিয়ে চরম সাফল্য তা অর্জন করেছে ইন্দ্রাক্ষী মুখার্জি। এবার সে বিদেশ পাড়ি দেবে পিএইচডি করার জন্য। গোটা ভারতবর্ষের মধ্যে দুজন মেয়ে এবার ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিং এ পিএইচডি করার চান্স পেয়েছে, এমনকি ইংল্যান্ড সরকার ইংল্যান্ড ইউনিভার্সিটি অফ রিডিং কর্তৃপক্ষ ইন্দ্রাক্ষি মুখার্জির পড়াশোনা এবং থাকা খাওয়ার সমস্ত দায়ভার গ্রহণের কথাও জানিয়েছে। এবছর ভারতবর্ষের মধ্যে মাত্র দুটি মেয়ে এই স্বপ্নের উড়ানে পাড়ি দেবে। পশ্চিমবঙ্গের মধ্যে একজনই এই সফলতা অর্জন করেছে সেটা সোনামুখীর ইন্দ্রাক্ষী মুখার্জি, অন্যজন হরিয়ানার। আগামীকাল অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর ইন্দ্রাক্ষি পাড়ি দেবে তার স্বপ্নের উড়ানে ইংল্যান্ডে।
ইন্দ্রাক্ষির পরিবারের লোকজন জানাচ্ছে মেয়েকে ছেড়ে থাকতে কষ্ট হলেও তাদের গর্ভে বুক ভরে উঠছে মেয়ের এই সাফল্যে। ইনডাকশিন এর সাফল্য যেন আরো একবার গর্বিত করে তুলল লাল মাটির জেলা বাঁকুড়া এবং কালি কাত্তিকের শহর সোনামুখী কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here