অমানবিকতার আরও চিত্রফুটে হল ময়না হসপিটাল চত্বরে,রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও কেউ হাত লাগালো না, অবশেষে এক ড্রাইভারের সহযোগিতায় উদ্ধার করা হলো বৃদ্ধকে৷

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– অজ্ঞাত পরিচয়হীন এক আনুমানিক ৭০ থেকে ৭৫ বছরের বৃদ্ধ লোককে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১০-১২ দিন পড়ে থাকতে দেখা যায়৷ রবিবার সকাল নাগাত জলমগ্ন হসপিটালের আউটডোরে মুখে রক্তাক্ত অবস্থায় জলে পড়ে যায়৷ স্থানীয় এক অ্যাম্বুলেন্স এর ড্রাইভার তা দেখতে পেয়ে হসপিটালে আধিকারিক ও পুলিশকে খবর দেয়৷ তখন হসপিটালে তরফ থেকে এক নার্স এসে এবং সেই ড্রাইভারের সহযোগিতায় তাকে হসপিটালে ভর্তি করা হয়৷ তার প্রাথমিক চিকিৎসা চলছে৷ হসপিটালে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার বাবু তার জন্ডিস হয়েছে বলে মনে করছেন, সাথে সাথে আরো কোনো রোগ থাকতে পারি বলে মনে করা হচ্ছে ৷জানা গিয়েছে তার পরিবারে এক ছেলে নাতি-নাতনি এবং বউ-বৌমা রয়েছে কিন্তু তারা দেখাশোনা না করায় সে বাড়ি থেকে বেরিয়ে আসে৷ অমানবিক ভাবে দীর্ঘদিন হসপিটালে পড়ে থাকলেও তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার মতন কারো কোন উদ্যোগ দেখা যায়নি পরিবার থেকেও তাকে নিয়ে যাওয়ার কোন প্রয়োজন বোধ করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *