সদাইপুর থানা এলাকার দুর্গা পুজো কমিটি গুলোকে চেক প্রদান।।।

0
155

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। কিন্তু এই তেরো পার্বণের মধ্যে অন্যতম হল বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দিনটার জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালীরা। বিগত কয়েক বছর ধরে দুর্গা পুজো কমিটি গুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হত। কিন্তু গতবছর ১০ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাই এ বছরও সরকার প্রতিটি দুর্গা পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দিয়েছে। কিন্তু এবারে ৬০ হাজার টাকা নয়, এবারে আরও দশ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা দেওয়ার ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম উভয়েই সিদ্ধান্ত নিয়েছে এই বছর পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলের এক চতুর্থাংশ দিতে হবে। আগে যা দিতে হত দুই তৃতীয়াংশ। তাই আজ বীরভূম জেলার সদাইপুর থানার পক্ষ থেকে এই থানা এলাকার ৪৪টি পুজো কমিটিকে ৭০ হাজার টাকা করে চেক প্রদান করা হল। এদিন সদাইপুর থানা প্রাঙ্গণে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি মিকাইল মিঞা সহ বিদ্যুত দপ্তরের আধিকারিক, দমকল বিভাগের আধিকারিক সহ বিশিষ্টজনেরা। সদাইপুর থানার পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্ট পুজোয় ডিজে বক্স বাজানো যাবে না। হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে। তাছাড়াও প্রতিটি পুজো কমিটিগুলোকে থানার সাথে একটি হোয়াটস্‌অ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। পুজো সংক্রান্ত কোনো জরুরি বার্তা এলে এই গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ কেন্দ্রের পক্ষ থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here