রাজ্য জুড়ে মৃত ২৫০ BJP কর্মীর আত্মার শান্তি কামনায় মেদিনীপুরে পিতৃতর্পনে দিলীপ ঘোষ।ক্ষোভ প্রকাশ করলেন কুড়মি এবং ট্রাইবালদের নিয়ে তৃণমূলের রাজনীতি প্রসঙ্গে।

0
681

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার ছিল মহালয়া। তাই মহালয়ার পূণ্য লগ্নে মেদিনীপুর গান্ধী ঘাটে পিতৃতর্পণ করতে দেখা গেল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। এইদিন তিনি নিজের কর্মী সমর্থক নেতৃত্বদের নিয়ে পিতৃতর্পণ করতে চলে আসেন গান্ধীঘাটে এবং তর্পণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন। তর্পণ করার উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের বলেন, এই জেলায় প্রায় ৬ জন বিজেপি কর্মীকে মেরে দেওয়া হয়েছে। সেই মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় আজ তর্পণ করলাম। এরই সঙ্গে গোটা রাজ্যে আড়াইশো কর্মী মারা গেছে রাজনৈতিক হিংসার কারণে তার জন্য আজকে তর্পণ করলাম। এরই পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৃত লোকেদের উদ্দেশ্যে দর্পণ করেছি। যেমন রেল দুর্ঘটনায় মারা যাওয়া মানুষদের জন্য, ভূমিকম্পে এবং সম্প্রতি বিভিন্ন জায়গায় যুদ্ধে নিহত মানুষদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ করলাম। এরপরই জেলায় জেলায় ট্রাইবাল ও কুড়মিদের মধ্যে গন্ডগোল অসন্তোষ এবং হিংসার কারণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি চলছে এরাজ্যে। যেখানে তারা একদিকে ট্রাইবালদের বলছে তারা কুড়মিদের ওবিসি না বানিয়ে তাদের অধিকার সংরক্ষণ রাখবে। অন্যদিকে কুড়মিদের বলছে যে তাদেরকে ট্রাইবাল বানিয়ে দেওয়া হবে এবং সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হবে।এই ডাবল স্ট্যান্ডার্ড পলিসি করে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। ফলে খিচুড়ি রাজনীতি চলছে রাজ্যে।তাছাড়া এদিন ধর্মীয় রাজনীতি বিভাজনের তোপ দেগে দিলীপ ঘোষ বলেন এরাজ্যে হিন্দু ওবিসিদের অধিকার ছিনিয়ে নিয়ে মুসলিমদের ওবিসি বানিয়ে দেওয়া হচ্ছে। তাই কুড়মিরা ওবিসি থেকে বঞ্চিত। তারা বঞ্চিত হয়ে ট্রাইবাল অধিকার চাইছে এই ডবল স্ট্যান্ডার্ড পলিসি বন্ধ করতে হবে।তৃণমূল সংবিধান মানছে না বলেই সমাজে উত্তেজনা অসন্তোষ ক্ষোভ হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here