ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা।” এই কথাটা শোনা যায় না, বাঁকুড়া দুই নম্বর ব্লকের বদড়া গ্রামে।

0
289

আবদুল হাই, বাঁকুড়াঃ – ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা।” এই কথাটা শোনা যায় না, বাঁকুড়া জেলার বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া দুই নম্বর ব্লকের বদড়া গ্রামে। এই গ্রামে পালন করা হয় না ভাইফোঁটা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। বুধবার গোটা রাজ্যে চলবে ভাইফোঁটা উৎসব। আর তখনই বাঁকুড়ার এই গ্রামে বোনেরা ফোঁটা দেবে না ভাইদের। দীর্ঘদিন ধরে এমনটাই হয়ে আসছে। তবে কি কারণ রয়েছে সেটা জানলে আরও অবাক হবেন। গ্রামেরই এক বাসিন্দা প্রদীপ কুমার রায় জানালেন আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর আগে এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। তৎকালীন সময়ে ভাইফোঁটার দিনে ক্ষত্রিয়দের একজন জঙ্গলে যান কোনও কারণে। তারপর সেই জঙ্গলে হিংস্র বাঘের হাতে প্রাণ হারান তিনি। এরপর থেকেই বদড়া গ্রামে পালিত হয় না ভাইফোঁটা।

অবশেষে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়া জেলার বদড়া গ্রামেও। গ্রামবাসীদের আধুনিক চিন্তাধারা বলছে, ভাইফোটার মত আনন্দদায়ক উৎসব থেকে ছোট ছোট ছেলে-মেয়েদের বঞ্চিত করা ঠিক না। কিছু কিছু পরিবারে পালিত হচ্ছে ভাইফোঁটা। বিগত কয়েক বছর ধরেই গ্রামের একাংশে চলছে ভাই ফোঁটা পালন। গ্রামবাসী পিনাকি রায়ের বাড়িতে এই বছর পালিত হবে ভাই ফোঁটা। পিনাকি বাবু তার মেয়ের আবদার ফেলতে পারেননি। সেই কারণেই ভাই ফোঁটার আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here