চাষের করতে সেচের জল না পাওয়ার জন্য “কৃষি ও কৃষক বাঁচাও” পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন।

0
252

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-চাষের করতে সেচের জল না পাওয়ার জন্য “কৃষি ও কৃষক বাঁচাও” পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন। তাদের অভিযোগ, আউসগ্রাম-২ ব্লকের এড়াল ও ভাল্কি অঞ্চলে ডিভিসির দীর্ঘ ক্যানেল থাকা সত্ত্বেও কয়েক বছর ধরে চাষের জল তারা পাচ্ছেন না। এতে চাষের সাথে অর্থনৈতিক ক্ষতির মুখে পরতে হচ্ছে চাষিদের। এরজন্য এলাকায় বোরো চাষ প্রায় বন্ধ। উর্ব্বর জমি থাকা সত্ত্বেও এবছরও সেচের জন্য ডিভিসির জল দেওয়া হচ্ছে না। কেন জল দেওয়া হচ্ছে না সেই কারণও জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার চাষিদের জানানো হচ্ছে না। বিক্ষোভরত চাষিদের আরো অভিযোগ, অন্যান্য এলাকায় ক্যানেলে চাষের জন্য সেচের জল দেওয়া হলেও, আউসগ্রাম-২ ব্লকে ক্যানেলে কাজ চলার অজুহাতে এলাকায় জল দেওয়া হচ্ছে না। এতে চাষিরা আরো অর্থনৈতিক ক্ষতির মুখে পরবে বলে দাবী। আন্দোলনে নামলো এলাকার চাষিরা।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর তারিখে পাঁচ জেলার আধিকারিকদের নিয়ে রবি ও বোরো চাষের মরশুমে ডিভিসির জল ছাড়া নিয়ে বিশেষ বৈঠক হয় সার্কিট হাউসে। সেখানে ডিভিশনলা কমিশনার সুরিন্দর গুপ্তার নেতৃত্ব বৈঠক হয়। সেই বৈঠক থেকে ঘোষণা করা হয় ডিভিসির পর্যাপ্ত জল মজুত না থাকার কারণে গত বছরের তুলনায় এবছরও কম জল ছাড়া হবে রবি ও বোরো চাষের জন্য । তারপরই চিন্তার ভাঁজ চাষীদের কপালে। প্রকৃতির খামখেয়ালির জন্য এমনিতেই পর্যাপ্ত পরিমাণ জমিতে জল পাচ্ছে না চাষিরা। তারপর ডিভিসি যদি সেচের জন্য কম জল ছাড়ে তাহলে চরম সমস্যায় পড়বেন পূর্ব বর্ধমান সহ আউসগ্রাম-২ ব্লকের চাষীরা। অবিলম্বে চাষের জন্য ডিভিসির সেচের জলের দাবীতে “কৃষি ও কৃষক বাঁচাও” পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার জেলাশাসের কাছে ৫ দফা দাবী নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here