বাঁকুড়া SDO অফিস বাঁকুড়া কোট চত্বর এলাকা ও বিভিন্ন সরকারি দপ্তরে বিক্ষোভ।

0
111

আবদুল হাই, বাঁকুড়াঃ জেলাশাসক দপ্তরের মেন গেটে ও এছাড়াও বাঁকুড়া SDO অফিস বাঁকুড়া কোট চত্বর এলাকা ও বিভিন্ন সরকারি দপ্তরে আজ 10ই মার্চ ধর্মঘট সফল করার উদ্দেশ্যে da সহ বিভিন্ন দাবি নিয়ে আজ বিক্ষোভ করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বিভিন্ন দাবি নিয়ে এ বিক্ষোভ দেখান উপস্থিত ছিলেন ওই সংগঠনের একাধিক সদস্যরা দেখুন সেই চিত্র

সংগ্রামী যৌথ মঞ্চের এক সরকারি কর্মচারী প্রতিক্রিয়া
ধর্মঘট সফল করে তোলার জন্য সর্বস্তরে কর্মচারি সমাজ তথা বাঁকুড়া জনগণকে আমরা আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই কারণে তারা এ রাজ্য সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে স্বৈরাচারী ও কর্মচারী বিদ্বেষী নীতি তার বিরুদ্ধে আজকে পথে নেমেছেন ।
আমরা তিন দফা দাবি নিয়ে আজকে আমরা ধর্মঘট আবহন করেছিলাম এবং সমস্ত স্তরের কর্মচারী আজকে এই ধর্মঘটে আমাদের সঙ্গে পা মিলিয়েছেন ও আমাদের সঙ্গে রাস্তায় নেমেছেন
তাই আমরা রাজ্য সরকারকে জানাতে চাইছি যে আগামী দিনে যদি আপনি আমাদের দাবিগুলো না বিবেচনা করেন বিশেষ করে এই তিন দফা দাবি এই দাবিগুলো আপনি বিবেচনা না করেন তাহলে আমরা আগামী দিনের বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। তার আজকে সূচনা হলো এই লড়াই আমাদের জারি থাকবে এ লড়াই আন্দোলন আমাদের চলবে যতদিন না আমাদের স্বৈরাচারী শাসক আমাদের সমস্ত দাবিদাওয়া না মেনে নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here