তপশিলি সংলাপ ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন।

0
20

নিজস্ব সংবাদদাতা, মালদা: তপশিলি সংলাপ ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন। সকল সম্প্রদায়ের অধিকার এক। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এই কথা মাথায় রেখে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তপসিলি সংলাপ ট্যাবলোর সূচনা করা হয়। শুক্রবার রথবাড়ী এলাকায় মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণ থেকে দলীয় পতাকা উড়িয়ে এই কর্মসূচির সূচনা করেন দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান জানান, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তপশিলি সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করা হচ্ছে। তার বহু উদাহরণ রয়েছে। সম্প্রতি রাম মন্দির উদ্বোধনে আমরা দেখলাম বঞ্চিত করা হয়েছে তপশিলি সম্প্রদায়ের মানুষদের। আমরা তার প্রতিবাদ করছি। এই কারণেই এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে তপশিলি সম্প্রদায়ের মানুষরা কিভাবে আরো অর্থনৈতিকভাবে উন্নিত হবে সহ বিভিন্ন দিক দেখা হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here