সকালে গাজন শিল্পীদের শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমান হাজার হাজার মানুষ।

0
14

নিজস্ব সংবাদদাতা, মালদা : মালদা শহরে হাজরা নৃত্য। চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে ঘুরে অর্থ সংগ্রহ করেন গাজন শিল্পীরা। টানা একমাস সংযমের পর চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে চড়ক উৎসব। এক মাস নিরামিষ ভজন করে নিয়ম নিষ্ঠার সঙ্গে সংযম করেন শিব ভক্তরা। শনিবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে চড়ক উৎসব। পিঠে বড়শি গেঁথে গাজন সন্ন্যাসীরা চরক গাছে ঘুরবেন। তারই প্রস্তুতি হিসেবে শনিবার সকালে মালদা শহরের দুই নম্বর গভঃমেন্ট কলোনি ময়দানে শতাধিক গাজন শিল্পী উপস্থিত হয়েছিলেন। সারারাত ধরে তারা শ্মশান সহ বিভিন্ন এলাকায় শিবের উপাসনা করেন। এদিন সকালে কেউ শিব, কেউ কালি, কেউ দুর্গা, আবার কেউ ভূত সেজে হাতে রকমারি অস্ত্র ও মানুষের মাথার খুলি নিয়ে হাজরা নৃত্যে অংশগ্রহণ করেন। নৃত্য করে সারা শহর পরিক্রমা করেন গাজন সন্ন্যাসীরা। এদিন সকালে গাজন শিল্পীদের শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমান হাজার হাজার মানুষ। সারাদিন ধরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পর সন্ধ্যাবেলা ঘোরানো হবে চড়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here