মানবিকতার নজির, রুগীর হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একসিভিক ভলেন্টিয়ার।

0
20

নিজস্ব সংবাদদাতা, মালদা: ফের মানবিকতার পরিচয় দিল এক সিভিক ভলেন্টিয়ার। মুহূর্ত রুগীর হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একসিভিক ভলেন্টিয়ার। উল্লেখ্য পুরাতন মালদা থানার সাহাপুর শিব মন্দিরের এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুমিতা সিংহ। স্বামীর ঔষধ কেনার জন্য বাড়ি থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেলে। সেই সময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নগদ টাকাটি পড়ে যায় ওই বৃদ্ধার হাত থেকে। অন্যান্য দিনের মত মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত খাসকোল এলাকার গৌতম চৌধুরী নামে এক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন। সেই সময় নজরে আসে পড়ে রয়েছে জরুরি বিভাগের সামনে একটি মানিব্যাগ। ব্যাগ খুলতেই লক্ষ্য করা যায় ব্যাগের ভেতরে রয়েছে নগদ সাড়ে তিন হাজার টাকা। পরে নজরে আসে ও বৃদ্ধ কান্নাকাটি করছে মেডিকেল কলেজ হাসপাতালে সামনে। ছুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সমস্ত ঘটনা শুনে তার হাতে সেই হারিয়ে যাওয়া মানিব্যাগ সহ টাকা তুলে দেন। শুধু আজ নয়, পুলিশ সূত্রে খবর নিয়ে দেখা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সারে আট হাজার টাকা ওই সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় পড়ে পাওয়া এক রোগীর টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছিল। এইদিকে সুমিতা সিংহ নামে ওই বৃদ্ধা জানান যে তার স্বামীকে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জল নিয়ে ভর্তি করেছিলেন স্বামীর ঔষধের খরচের জন্য বাড়ি থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিলেন কিন্তু সেই টাকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে পড়ে যায়। এইভাবে ভাবতে পারিনা যে আজকের দিনেও কেউ টাকা পেলে ফিরে যায়। আমি মালদা জেলা পুলিশ প্রশাসন সহ কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার কে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার টাকা আমাকে ফিরিয়ে দিল। অন্যদিকে কর্মরত গৌতম চৌধুরী নামে ওই সিভিক ভলেন্টিয়ার জানান অন্যান্য দিনের মতো আজকেও আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে কর্মরত অবস্থায় ছিলাম। সেই সময় দেখতে পাই একটি মানিব্যাগ পড়ে রয়েছে। তার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার টাকা রয়েছে। খোঁজাখুঁজি করার পর আমি জানতে পারি ওই টাকা ওই বৃদ্ধার। এরপর সমস্ত কিছু খোঁজখবর নিয়ে আমি সেই টাকা ফিরিয়ে দিই। খুব ভালো লাগলো ওই গরিব মানুষের টাকা তুলে দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here