দিদির আশ্বাস পেয়ে আপ্লুত শুকুরমনি হাসদা।

0
30

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুকুরমনি হাসদা নামের হরিরামপুর ব্লকের এক মহিলা দীর্ঘ ৪-৫ বছর ধরে ঘুরছিলেন প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করার জন্য। তিনি দুয়ারে সরকারের ক্যাম্পেও আবেদন করেছিলেন কিন্তু সেটা না পাওয়ায় আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা শেষে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সভামঞ্চে সমবেত নাচে পা মেলানোর পর এ ব্যাপারে তাকে অনুরোধ করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মঞ্চে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন কে নির্দেশ দেন। তৃণমূল নেত্রীর এই পদক্ষেপে আপ্লুত হয়ে শুকুরমনি হাসদা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকে আমি দিদির সাথে কথা বলে খুবই খুশি হয়েছি। আমি আমার প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য ৪-৫ বছর ধরে ঘুরছি। এমন কি দুয়ারে সরকারের ক্যাম্পেও আবেদন করেছিলাম কিন্তু সার্টিফিকেট এখনো পায়নি। আজকে সভা মঞ্চে দিদির সাথে সমবেত নাচ করার পর এ বিষয়ে দিদিকে অনুরোধ করি। তিনি তার মন্ত্রিসভার দুজন সদস্যকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন। আমি আশা করছি আমার প্রতিবন্ধী সার্টিফিকেট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। দিদিকে অসংখ্য ধন্যবাদ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here