উত্তর প্রদেশের কানপুর থেকে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ মালদার এক যুবক।

0
36

নিজস্ব সংবাদদাতা, মালদা : —উত্তর প্রদেশের কানপুর থেকে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ মালদার এক যুবক। নিখোঁজের পর একমাস কেটে গেলেও এখনো কোন হদিশ নেই তার। স্বভাবতই ছেলের চিন্তায় চরম দুশ্চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন নিখোঁজ যুবকের বাবা-মা। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম ইন্দ্রনীল ঝা। বয়স ২৮ বছর। বাড়ি মালদার মানিকচক থানার ধরমপুর এলাকায়। বাবার নাম সাধন ঝা, পেশায় সেলসম্যান। মা জয়শ্রী ঝা একজন আশাকর্মী। এই পরিবারের একমাত্র ছেলে ইন্দ্রনীল গত মার্চ মাসে পানিপথে ইন্ডিয়ান ওয়েলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী পান। এরপর গত ১৯ শে এপ্রিল তিনি ১০ দিনের ছুটিতে সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়ান। কিন্তু উত্তর প্রদেশের কানপুর গঙ্গাঘাট বাস স্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশনের পথে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। সেই থেকে এখনো তার কোন হদিশ নেই। ঘটনায় পরিবারবর্গ প্রথমে মালদার মানিকচক থানায় নিখোঁজ ডায়েরী করেন। এরপর তারা কানপুরে গিয়ে পুলিশে অভিযোগ জানান। সেই মতো কানপুর পুলিশ তদন্ত নেমে দুজনকে আটক কোরে নিখোঁজ যুবকের মোবাইল উদ্ধার করে। কিন্তু যুবকের কোন খোঁজ পায়নি। তারপরেও তাকে উদ্ধারের ব্যাপারে পুলিশের কোন তৎপরতা নেই। তাই এখন ছেলের চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন ইন্দ্রনীলের বাবা-মা দুজনেই। এই খবর জানতে পেরেই এদিন ইন্দ্রনীলের বাড়ি ছুটে যান মালদার সিটু নেতা দেবজ্যোতি সিনহা। তিনি গোটা ঘটনায় কানপুর পুলিশের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধারের দাবী জানান।