নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত বছরের ঝড়ে বিশাল গাছ পরে প্রাথমিক স্কুলের টিনের ছাউনি তছনছ হয়ে যায়। তারপর থেকে মাথায় ভাঙা টিন নিয়ে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলের ঘটনা। সময়ের সঙ্গে স্থানীয় অনেক স্কুলের পরিকাঠামোগত উন্নতি ঘটলেও এই স্কুলটি সেই তিমিরেই। এবিষয়ে ডালিমপুর এস পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহারবিন্দু বর্মন জানান,”গত বছর স্কুল ঘরের একাংশের টিন ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়। পলিথিন লাগিয়ে ক্লাস চলছে। বর্ষায় জল পরে। বিষয়টি ফালাকাটা বিডিও এবং সংশ্লিষ্ট এলাকার অবর বিদ্যালয় পরিদর্শক কেও জানানো হয়েছে।” জানা গিয়েছে, এই প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯৬২ সালে। এই প্রত্যন্ত এলাকার কৃষিজীবী এলাকার ছেলেমেয়েরা মূলত এই বিদ্যালয়ে পড়াশোনা করে। প্রায় এক বছর ধরে এই অবস্থার মধ্যেই পড়াশুনা করছে খুদে পড়ুয়ারা।
গত বছরের ঝড়ে বিশাল গাছ পরে প্রাথমিক স্কুলের টিনের ছাউনি তছনছ হয়ে যায়, তারপর থেকে মাথায় ভাঙা টিন নিয়ে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের।

Leave a Reply