পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ ১৫ ই আগস্ট। গোটা ভারতবর্ষ জুড়ে উৎসবের মেজাজে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। বর্ধমান শহরের বিভিন্ন জায়গাতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও করা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন। কিন্তু আজকে এক অন্য স্বাধীনতা দিবস উপলক্ষে অন্য চিত্র দেখল গোটা বর্ধমান শহরবাসী। পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি ও পূর্ব বর্ধমান সাইকেলিং ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্বের সবথেকে বড় ভারতীয় জাতীয় পতাকা নিয়ে বর্ধমানের টাউন হল থেকে রেল ওভারব্রিজ পর্যন্ত র্যালি করা হয়।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেড় হাজার স্কয়ার মিটারের ভারতীয় জাতীয় পতাকা এক ইতিহাস গড়ে তুলবে গোটা বিশ্বজুড়ে। র্যালিতে পা মিলিয়ে ছিলেন বহু সাধারণ মানুষ। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচি ইতিহাসের পাতায়রয়ে যাবে এক উজ্জ্বলতম দিন হিসাবে। এদিন রালিতে উপস্থিত হয়েছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার সহ পল্লীমঙ্গল সমিতির সদস্য ও পূর্ব বর্ধমান সাইকেলিং ক্লাবের সদস্যরা।












Leave a Reply