সিকিমে পর্যটন বন্ধ অক্টোবর পর্যন্ত।

সুরশ্রী রায় চৌধুরীঃ- ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে সিকিম খুবই প্রিয় জায়গা।পাহাড় ঘেরা এই রাজ্য বাঙালিদের কাছে সপ্ন পুরী। কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও সিকিমের দরজা বন্ধ থাকছে অক্টোবর পর্যন্ত।
ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং বিশ্বের প্রথম অর্গানিক রাজ্য সিকিম। সিকিমের জনসংখ্যা প্রায় সাত লক্ষ। সচেতনার কারণে সিকিম কে করোনা সংক্রমণ স্পর্শ ও করতে পারে নি।
যখন ভারতে করোনা ভাইরাস কড়া নাড়ছে তখনই সতর্ক হয় সিকিমের মুখ্য মন্ত্রী প্রেম সিং তামাঙ।সিকিম থেকে যারা চিনে পড়তে গিয়েছিল তাঁরা জানুয়ারিতেই দেশে ফিরে আসেন। ১৬ ই মার্চ থেকে সিকিমের মুখ্য মন্ত্রী দেশ বিদেশের সমস্ত পর্যটকদের ঢোকা নিষিদ্ধ করেছিল। সিল করে দিয়েছিল সীমান্ত। সিকিমের সব শিক্ষা প্রতিষ্ঠান গুলি ১৫ ই এপ্রিল প্রযন্ত ছুটি ঘোষণা করেছিল। জনগণ কে অনুরোধ করেছিল খুব দরকার না হলে বাইরে না বেরুতে । গোটা সিকিমই কোয়ারেনটাইনে চলে যায় তাই করোনা সংগরমনের খোঁজ ও পাওয়া যাই নি সিকিমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *