প্রাণের ভাষা বাংলা : অনিন্দিতা রায়।

0
419

আমার এ শরীর ক্ষত – বিক্ষত, রক্তাক্ত
এর চেয়েও গভীর ক্ষত আমার মননে
এ পৃথিবীকে ভাষার বন্ধনে আঁটকে রেখো না
ভাষার স্বাধীনতা ভাতৃত্বের বন্ধন চেনে
চায় না রক্তপাত—-
এই রঙিন বর্ণমালা আমাদের মননে আবেশ ছড়ায়
এক অনুরণন সৃষ্টি করে,
বাংলা আমার প্রাণের ভাষা,
আমার মাতৃভাষা—
এ ভাষাতেই রবির কিরণ।

তাই একুশ মানেই সবুজের গান হয়ে বেঁচে থাকা
একুশ মানেই আত্মগ্লানি মুছে ফেলা।
একুশ মানেই ভুবন মাঝারে বাংলা ভাষার জয়জয়কার।
একুশ মানেই প্রথম ভোর।

একুশের চেতনাই বিশ্বপ্রাণে
সমন্বয়ের ঐক্যতান ফিরিয়ে আনুক
প্রেম বিনিময় হোক
বিভিন্ন জাতি মিলুক এই মায়েরই ভাষায়
অ আ ক খ বেঁচে থাকুক।।