মাতৃভাষা ও ভাষাদিবস :: সমীর কুমার ভৌমিক।।

0
440

মাতৃভাষা মানে নাড়ীর বন্ধন
তার জন্যও আন্দোলন, জীবন সমর্পণ!
চক্রান্ত, কত কালো ইতিহাস
২১এ ফেব্রুয়ারী আমার ভাষা দিবস।
মাতৃভাষা বাংলা আমার মা,আমার স্বাধীনতা
আমার শ্বাস-প্রশ্বাস জীবনের স্বাভাবিকতা;
তাকে হরণ করতে চাইলে আমি বিদ্রোহী
আমার মস্তকও বাজি রেখে লড়ে যেতে আমি আগ্রহী।

আজও আমি লজ্জিত হই বিবেকের কাছে
আমার মাতৃভাষার স্খলন দেখা গেছে !
অশালীন ভাবনায় আজও যারা মাতৃভাষা ছুঁতে চায়
সভ্য-স্থিথধী-প্রাজ্ঞ তাদের ধিক্কার জানায়,
প্রতিদিন আমার মায়ের মাথা করে হেঁট যারা
আমার মাতৃভাষা,মাতৃদুগ্ধে কলঙ্ক মেশায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here