শাশ্বত প্রেম :: স্বাতী মন্ডল।।

0
448

খোলা আকাশে বৃষ্টির আলগা কুচি সোঁদা গন্ধে সবুজ মাখে আলগোছে,
কিছু সুখ রাখবো নিজের করে গুছিয়ে ইতিহাসের পাতায় |

সীমাবদ্ধ জীবনের সুখদুঃখের মাপকাঠিটার এক চোখ অন্ধ,
প্রাপ্তির হালখাতা হতে পিছুটানগুলোর কেমন যেন ভগ্নদশা!

অবসন্ন দেহমন ঘিরে থাকে শুকনো জলছাপ,
রূপকথার কয়েকটা তারা অবসরে কালিকলম ছাড়াই ছবি আঁকলো, গান লিখলো;
কত শতাব্দী তলিয়ে গেলো |

কাকভোরে ওর কপালে শোভিত সূর্য !
এক সমুদ্র দূরত্বে হারিয়ে যাওয়া পুরোনো সেই প্রেম, প্রথম অনুভব |

শাশ্বত প্রেম তুমি কি ঈশ্বর !
নাকি জন্ম মৃত্যুর উর্দ্ধে জন্মান্তরের পরিপূর্ণ বিশ্বাস !
ভেসে গেলো সব হিসেব;
খসে পড়া আস্তরের অসাড়তা ভাঙাচোরা শব্দ তোলে |

মনখারাপও এক সূর্যোদয়,
মন ভালো একটা দিনের সাথে সদ্যপরিচয় |
যদি সে ফিরে আসে পাহাড়ে হারাবো আবার !

বুকপকেটে জমানো কিছু বাঁশির সুর, তাতে তম্বি কিছু না বলা আবদার;
বৃথা হলো ঠুনকো ভিতরফাঁপা কিছু প্রতিদান |

ঈশানকোণে মহূর্তদের লুকিয়ে পড়া কোলাবে থমকে গিয়ে,
শাশ্বত প্রেম প্রতিনিয়ত আলগোছে ঝিনুক কুড়োয় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here