অভিশাপ : নাফিসা খান।

0
445

বৃষ্টির দ্রাঘিমারও তৃপ্তি আছে যতবার পৃথিবীকে
ছুঁয়ে যায়, রতির গর্ভে,রক্ত চিহ্ন,
প্রাপ্তি- অপ্রাপ্তির আল পথে অভিশাপের সমাস
নেমে আসে ,
এ বৃষ্টি যদি হয় শ্রাবণ পুরুষ,
সুখ মাখা চোখ জায়ুজব্যাধি ………

অন্ধকার মুছতে মুছতে জলমগ্ন ঝুপড়ীর দেহে
ত্যাজ্য রঙ,তরল প্রেমাগ্নির অভিসারে জারজ
হাতের আউশ সন্ধান!

ক্ষয়ে গেছে তিহ্যবাহী আলাপ দর্শকের ধারায় ,
অবশিষ্টাংশ এক সলিল সমাধি,যতিচিহ্নের ফলকে
সংরক্ষিত ইষ্টবিয়োগ বা অভিসম্পাত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here