শান্তিপুরে শিবের আরাধনায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

0
408

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শান্তিপুরে শিবের আরাধনায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। দিব্য কাশীবাসী কার্যক্রমকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাসি বিশ্বনাথের মন্দির এবং কাশি শহরকে অতি আধুনিকতম করে তোলার জন্য গোটা দেশের পাশাপাশি শান্তিপুর বক্তার ঘাট শিব মন্দিরে শিব পূজার আরধনার এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে শান্তিপুর বিজেপি। সোমবার শান্তিপুর বক্তারহাট শিব মন্দিরে শিব পূজার আরাধনায় উপস্থিত হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণের বিজেপি সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী। এদিন শিব মন্দিরে প্রবেশ করে সাধুসঙ্গ দের সাথে নিয়ে শিব পূজা করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে শিবের আরাধনায় মত্ত হলেন জয়প্রকাশ মজুমদার।