সাপে কামড়ে আর মৃত্যুর নয় এই বিষয়ে গ্রাম থেকে শহরে প্রতিটি জায়গায় সচেনতা বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে।

0
272

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার থেকে মালদা পর্যন্ত এক সাইকেল রেলি এর মাধ্যমে সাপে কামড়ে আর মৃত্যুর নয় এই বিষয়ে গ্রাম থেকে শহরে প্রতিটি জায়গায় সচেনতা বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে।আলিপুরদুয়ার থেকে ফালাকাটা হয়ে ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ইসলামপুর রায়গঞ্জ ডালখোলা গাজোল হয়ে মালদা পর্যন্ত এই সাইকেল রেলি পৌঁছাবে ১৪ ই ডিসেম্বর।প্রতিটি শহর ও গ্রামে স্ট্রীট কর্নার এবং প্রজেক্টরের মাধ্যমে সাপে কামড়ে আর মৃত্যু নয় বার্তা পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে ।এছাড়াও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে চিঠি প্রদান করা হবে। প্রতিটি ব্লক প্রাথমিক শিক্ষা স্বাস্থ্যকেন্দ্রে নিওস্টিগমাইন ইঞ্জেকশন রাখার ব্যবস্থা করা হয় এবং প্রতিটি মহাকুমার হাসপাতালে ডায়ালিসিস এবং ভেন্টিলেশনে ব্যবস্থা করা হয় কারণ আমরা দেখি অনেক সময় ডায়ালিসিস এবং ভেন্টিলেশনে কারণে সাপে কামড়ে রোগী মৃত্যুর মুখে ঠেলে যায়।এই যাত্রাপথে বিভিন্ন শহরে বিভিন্ন বিভিন্ন এনজিও আমাদের সংবর্ধনা এবং সচেতনতা প্রোগ্রামের ব্যবস্থা করেছে। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণ করবেন মাননীয় সম্পাদক কৌশিক দে, সদস্য সন্তু দে ও নন্দ দুলাল সরকার, প্রদীপ ভাওয়াল । মালদায় সমাপ্ত অনুষ্ঠান বিভিন্ন স্কুল ও গ্রামে এই কর্মসূচি চলবে। উপস্থিত আছেন ক্যানিং মহাকুমা হাসপাতাল ডক্টর সমর রায় মহাশয়। শহরে বড় বাবুদের ঘরে মানুষ কিন্তু মারা যায়নি ওই ঘরে আগুন লাগেনি আগুন লেগেছে আমাদের প্রত্যন্ত গ্রামে মানুষটির ঘরে যে ঘরের মানুষটি মারা গেল সাপের কামড়ে তাই হয়তোবা সাপের কামড়ে এখনো অবহেলায় চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here