নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীদের।এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায়, বুধবার দুপুরে এই বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা।এলাকাবাসীর অভিযোগ বন্যার ক্ষতিপূরণ সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্র নাথ দোলই।তারই বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছে এলাকাবাসীরা, এলাকাবাসীদের বক্তব্য আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এলাকাবাসীরা। ওই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। তবে অঞ্চল প্রধান রবীন্দ্র নাথ দোলাই তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কেশপুরের ধলহারা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ এলাকাবাসীদের।

Leave a Reply