নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কমিউনিটির পক্ষ থেকে আজ কমিটি গঠন করা হলো নদিয়ার তাহের পুরে। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি সর্বসমক্ষে আনা হলো। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নদিয়া জেলা জেলা পরিষদের সহ-সভাপতি দীপক বসু, নদীয়া জেলা AITCSSMC সভাপতি সৈকত দাস, নদিয়া জেলার অবজার্ভার এবং রাজ্য কোর কমিটির মেম্বার AITCSSMC অমিতাভ সরকার, নদীয়াজেলা বঙ্গজননী রানাঘাট সাংগঠনিক সভাপতি ছন্দা দাস, এছাড়াও পুপস্থিত ছিলেন AITCSSMC রাজ্য সম্পাদক জাকির মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ।