নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- সরকারি ব্যাংকে বেসরকারিকরণের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে শুরু সরকারি ব্যাংক ধর্মঘট । ধর্মঘটের সমর্থনে সরকারি ব্যাংকের অফিসার ইউনিয়ন ইতিমধ্যেই বিক্ষোভ অবস্থানে বসেছে । মেদিনীপুর শহরের এলাহাবাদ ব্যাংকের সামনে ব্যাংকের অফিসার ইউনিয়ন বিক্ষোভ দেখাচ্ছে। ইন্ডিয়ান ব্যাংক অফিসার ইউনিয়নের মেদিনীপুর শাখার সম্পাদক সৌরভ দাসের বক্তব্য কেন্দ্রীয় সরকার যেভাবে সরকারী ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এর পথে হাঁটছে তারই প্রতিবাদ জানিয়ে দুইদিনব্যাপী গোটা ভারতবর্ষজুড়ে সরকারি ব্যাংক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে । সরকারি ব্যাংক গুলি যদি বেসরকারি ব্যাংক হয়ে যায় তাহলে যেমন কর্মচারীদের অসুবিধা হবে পাশাপাশি ভারতবর্ষের প্রান্তিক চাষীদের সমস্যায় পড়তে হবে।সরকারি ব্যাংক গুলিকে বেসরকারিকরণ না করার দাবিতেই ধর্মঘট বলেই জানিয়েছেন তিনি ।
সরকারি ব্যাংক গুলিকে বেসরকারিকরনের প্রতিবাদে মেদিনীপুর শহরে বিক্ষোভ প্রদর্শন।

Leave a Reply