ফের শিল্পাঞ্চল হলদিয়া শ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা,অভিযোগের তীর এলাকার কাউন্সিলর তথা কন্ট্রাক্টরের বিরুদ্ধে।

0
279

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- সোমবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল হলদিয়ায় ইন্দরামা কোম্পানিতে ১২ জন শ্রমিককে শোকজ নোটিশ ধরানোর প্রতিবাদে কোম্পানির সামনে বিক্ষোভ দেখালেন অন্যান্য কর্মরত শ্রমিকরা। তাদের অভিযোগ ইন্দরামাতে প্রশান্ত কুমার দাস যিনি কন্ট্রাক্টর সাথে সাথেই সেই এলাকার কাউন্সিলর এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি,তারা এটা চায়না।আরো বলেন ১২ জন শ্রমিককে শোকজ নোটিশ দেখানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের দাবি পূর্ণ হয়নি যতদিন না দাবি পূরণ হবে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।শ্রমিকরা যে বোনাস পান তাও এখন অর্ধেক পান এমনটাই অভিযোগ কর্মরত শ্রমিকদের এবং সেই ১২ জন শ্রমিক যাতে কাজে পুনর্বহাল হন সেটাই তাদের দাবি, এই সম্বন্ধে কারখানায় কর্মরত এক শ্রমিক বলেন আমরা কাজকর্ম বন্ধ রেখে এই আন্দোলনে সামিল হয়েছি আগামী দিনে যদি এই দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here