পৌরসভাকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হলো ।

0
387

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পৌরসভাকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হলো 14নম্বর ওয়ার্ডে।পাশাপাশি কম্বল বিতরণ হয়।14নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কয়েক শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয় শুক্রবার ।পাশাপাশি এই দিনসন্ধ্যায় মা মনসা মাঠে একটি কর্মী সভার মাধ্যমে এই কর্মসূচী নেবা হয়েছিল।উপস্থিত ছিলেন সৈকত চ‍্যাটাজী ,তপন ব‍্যানাজী, নুরজাহান বেগম,। উৎদৌকতা সঞ্জীব ঘোষের নেতৃত্বে বিতরণ হয় এই কম্বল গুলো।