যতই এগিয়ে আসছে পৌর নির্বাচন, ততই শহরের রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠছেন প্রাক্তন পুরপ্রধান মোহনবোস l

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-  যতই এগিয়ে আসছে পৌর নির্বাচন, ততই শহরের রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠছেন প্রাক্তন পুরপ্রধান মোহনবোস l পুর রাজনীতিতে চর্চা বাড়ছে মোহন বসুর আগামী পদক্ষেপ নিয়ে।পুরনির্বাচন কে সামনে রেখে নিজের মতো করে ঘর গোছাতে ফের সক্রিয় হয়ে উঠছেন এই প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ l ইতিমধ্যেই তিনি পাশে পেয়েছেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন কে l এবার তার বাসভবনে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করে পাশে থাকার বার্তা দিলো তৃণমূল sc st obc সেল l সংবর্ধনা প্রদান করে সংগঠনের শহর ব্লক সভাপতি মনিন্দ্রনাথ বর্মন বলেন জলপাইগুড়ি তে যোগ্য নেতার অভাব।যোগ্য নেতা একমাত্র জলপাইগুড়ি শহরের নেতা মোহন বসু।পাশাপাশি মোহন বসুও বলেন জলপাইগুড়িতে st,sc,obc, সেলের আলাদা গুরুত্ব রয়েছে।এদের গুরুত্ব না দিলে দল পিছিয়ে যাবে l এদিন জলপাইগুড়ি শহরের বেগুন টারি এলাকার মোহন বসুর বাড়িতে এসে সংবধনা দেনতৃণমূল কংগ্রেসের st,sc,obc,সেলের সদস্যরা।মোহন বসুকে ফুলের তোড়া দিয়ে সংবধিত করেন। মনিন্দ্র নাথ বর্মন,দুর্গারায়সহ অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। sc, st, obc সেলের সাথে প্রাক্তন পুরপ্রধানের এই সাক্ষাৎএর পর জোররাজনৈতিক চৰ্চা শহর রাজনীতির পাশাপাশি শাসক দলের অন্দরেও l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *