বাঁকুড়ার নদাডিহির জন্মান্ধ বিপ্লব পাত্র,বাঁশির সুরে সুর বেঁধেছে জীবনের।

0
265

আবদুল হাই, বাঁকুড়াঃ অন্ধ কানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে।
বিপ্লব পাত্র, নদাডিহি, বাঁকুড়া র জন্ম হতে অন্ধ। তুবুও বিপ্লব অন্ধত্ব কে জয় করে এগিয়ে চলেছে আলোর পথে ।তার বাঁশীর সুর মুগ্ধ করেছে আট থেকে আশি সকলকেই। এভাবেই জয় করেছে বহু মানুষের হৃদয়।
দেশাত্মবোধক,নজরুল গীতি,লোকগীতিও ঠাকুর দেবতার গান সুরের ঝংকার তোলে আপন খেয়ালে।
বিপ্লবের ইচ্ছা আগামী প্রজন্মের মধ্যে ও
বিপ্লবের বাশির সুর গ্রামের মানুষের মধ্যেএকটা উদ্দীপনা এনেছ এ গ্রামের মানুষও চাই বিপ্লব অনেক নাম ডাক করুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here