রাজ্য মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বুধবার জলপাইগুড়ি জেলা পান্ডা পাড়ার অনুষ্ঠিত হল জল সরবরাহ প্রকপ্লে শুভঃ উদ্ধোধন করলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু।

0
266

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বুধবার জলপাইগুড়ি জেলা পান্ডা পাড়ার অনুষ্ঠিত হল জল সরবরাহ প্রকপ্লে শুভঃ উদ্ধোধন করলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। রাজ্যে তথা জলপাইগুড়ি অনেক গ্ৰাম -গজ্ঞে তথা পৌরসভা কিছু ওয়ার্ড শুদ্ধ পানীয় জলের অভাব এখন রয়েছে । সেই অভাব পূরণ করতে রাজ্য সরকার জল সরবরাহ প্রকপ্লে উদ্যোগ নিয়েছে । তার আজ সূচনা হল জলপাইগুড়িতে অনুষ্ঠানে মাধ্যমে ‌‌। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন প্রতিটি ঘরে ঘরে ।
জলপাইগুড়ি এই প্রকল্প আওতায় এসেছে পৌরসভা ১৩নং এবং ১৪নং ওয়াড এই দুই জায়গায় জল সরবরাহ প্রকপ্লে শুভ উদ্বোধন হল আজ । রাজ্য সরকার এই উদ্যোগ সাধু বাদ সেই ওয়ার্ড মানুষরা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু এবং পুলিশ সুপার দেবষী দত্ত এবং ডিআইজি আন্নাপ্পা এবং। চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী ।এই রিজারভার থেকে আট লাখ ষাট হাজার লিটার জল সরবরাহ হবে।