দক্ষিণপূর্ব রেলের খড়্গপুরের সুপার ভাইজার ট্রেনিং সেন্টারের প্রায় ৪৬ জন কর্মীকে অনৈতিক ভাবে ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন শ্রমিকদের।

0
276

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- দক্ষিণপূর্ব রেলের পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সুপার ভাইজার ট্রেনিং সেন্টারের প্রায় ৪৬ জন কর্মীকে অনৈতিক ভাবে ছাঁটাই করার প্রতিবাদে সমস্ত শ্রমিক সংগঠন একত্রিত হয়ে রেলওয়ে STC গেটের সামনে মঙ্গলবার বেলা নাগাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দীর্ঘ ১৩ দিন ধরে সমস্ত শ্রমিকরা। ছাঁটাই হওয়া কর্মীদের দাবি সমস্ত কর্মীদের কাজে যুক্ত করতে হবে, সরকারি নিয়ম মেনে তাদের নূন্যতম মজুরি দিতে হবে। এইনিয়ে রেল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতৃত্বের, তবে এই দাবি যদি না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন আন্দোলনে অনর শ্রমিকরা।