একটি রাত্রিকালীন মৃত্যু :: নিমাই জানা।।

0
339

দেওয়ালের ঘড়িটি মৃত হয়ে যাওয়ার আগে আমাকে পাথর করে গেছে ঠিক ১০টা ৪৯ মিনিটের পরে
আমার গলার কাছে এক থোকা কফ রজনীগন্ধার ডিওম্যাক্স হয়ে দাঁড়িয়ে আছে অবাধ্য নেলপালিশের উপর , কয়েক ডেসমিল অনাবাদি জমি একাই চাষ করেন চৈতন্য উর্বর

এত জ্যোৎস্না কেন চোখের উপর !
মাশকারা নিয়ে বিটুমিনাস হয়ে গেছে সকল যাযাবর পাখির ঠোঁট
তাদের পালকের নিচে আমার নিঝুম বাসস্থান একটি কঠিন কোসাইন অংক নিয়ে বিব্রত পনের দিন , অবজেক্টিভ মাথেমেটিকস
অংকের খাতায় এক কুমারী মেয়ে এসে দাঁড়াল তার গায়ের উপর আড়াআড়ি লাল রঙের ডট কলম চালিয়ে দিলাম

ক্ষত নিয়ে মুখ ফিরিয়ে শুয়ে গেছে আমার সকল সমগোত্রীয় ব্ল্যাড ফ্যাক্টর গুলো
পেন্সিল ব্যাটারির বড় শ্বাসকষ্ট আছে অ্যাসকোরিল নামক কফের ওষুধে একটা মৃত্যু লুকানো থাকে
সবুজ ধানের মত আমি একটি মৃত্যু চাইছি যেখানে পোস্টমর্টেম ঘরে আইস কিউব ছুঁয়ে চৈতন্যের তিলক রেখা মুছে ফেলব অনাদিকালের জন্য

দেয়াল বেয়ে টিকটিকি ক্যালেন্ডারের ছোট ছোট কুঠুরি ঘরে অপঘাত মৃত্যুর কারণ খুজবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here