ভিনরাজ্য থেকে নারী পাচারকারী গ্রেফতার।

0
362

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ব্যাঙ্গালোরে নিষিদ্ধপল্লীতে অভিযান চালিয়ে দুই নারী পাচারকারীকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশ। গ্রেফতার হওয়া দুই নারী পাচারকারীর নাম কিরণ কুমার এবং গোমতী ঈশ্বরী। বেশ কয়েক বছর আগে প্রত্যন্ত সুন্দরবন এলাকার বাসন্তীর তসলিমার লস্কর নামে এক মহিলাকে অপহরণ করে নিয়ে যায় এলাকার দুষ্কৃতীর আবেদ মোল্লা। তারপর তাকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে বিক্রি করে। কয়েকদিন আগেই বাসন্তী থানার পুলিশ গ্রেফতার করে আবেদ আলি মোল্লাকে। গ্রেপ্তার করার পর পুলিশ আবেদ আলি কে জেরা করে জানতে পারে, তাকে একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করা হয়েছে। এই ঘটনার পর তদন্তে নামে বারুইপুর জেলা পুলিশের মহিলা পুলিশ টিম। ইন্সপেক্টর কাকলি ঘোষ কুন্ডুর নেতৃত্বে অভিযান চালানো হয় ব্যাঙ্গালোরের বিভিন্ন এলাকায়। একটি অপরিচিত ব্যক্তির ছবি আঁকানো হয,যিনি এই ঘটনার মূল অভিযুক্ত। সেইমতো অভিযান চালিয়ে কিরণকুমার ও গোমতী ঈশ্বরী কে গ্রেফতার করা হয়। এই দুই নারী পাচারকারীর কাজ ছিল বিভিন্ন এলাকা থেকে মেয়েদের সংগ্রহ করে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করা। এমনকি বাংলাদেশ থেকেও তারা মহিলা পাচার করে নিয়ে আসতো। এবং সেগুলি সংগ্রহ করে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে পাচার করা হতো মোটা টাকার বিনিময়ে। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত শুরু করেছে বারুইপুর মহিলা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here